Oct 12 2025
দাখিল নির্বাচণি পরীক্ষা- ২০২৫ ইং
এতদ্দ্বারা চেচুয়া বাজার দাখিল মাদ্রাসার দাখিল ১০ম শ্রেণির ছাত্র/ছাত্রীদিগকে জানানো যাচ্ছে যে, দাখিল নির্বাচণি পরীক্ষা -২০২৫ আগামী ১৬ অক্টোবর ২০২৫খ্রিঃ তারিখ হইতে আরম্ভ হইবে। অতএব ছাত্র/ছাত্রীদিগকে তাদের বকেয়া বেতন,বার্ষিক চাঁদা ,বিদ্যুৎ বিল এবং অন্যান্য পাওনাদি ১৪ অক্টোবর ২০২৫ খ্রিঃ তারিখের মধ্যে পরিশোধ করিয়া প্রবেশপত্র সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
(বিঃ দ্রঃ নীচে পরীক্ষার রুটিন আপলোড করা হলো।)
আদেশক্রমে সুপার । প্রয়োজনেঃ ০১৭৩৩-২৮৮৯৩৩/ ০১৬৪৮-৬৬৪২৫০।